ভারতের বিশ্বকাপ দল – India’s world cup squad 23

এইবারের ক্রিকেট বিশ্বকাপ আসরের অন্যতম ফেভারিট ভারতের বিশ্বকাপ দল ঘোষনা হয়ে গেছে ইতিমধ্যেই , দলে রয়েছে বিশ্বের সেরা বোলার এবং ব্যাটিং কম্বিনেশন , তাছাড়া রয়েছে হার্দিক পান্ডীয়ার মত পেস অলরাউন্ডার তাই বলাই চলে বিশ্বকাপের অন্যতম দাবীদাত ভারত , তাছাড়া এই বিশ্বকাপের আয়োজক ও তারা

ভারতের বিশ্বকাপ দল – India’s world cup squad

  1. রোহিত শর্মা (অধিনায়ক),
  2. হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক),
  3. শুবমান গিল,
  4. বিরাট কোহলি,
  5. শ্রেয়াস আইয়ার,
  6. লোকেশ রাহুল,
  7. ঈশান কিষান,
  8. সূর্যকুমার যাদব,
  9. রবীন্দ্র জাদেজা,
  10. রবিচন্দ্রন অশ্বিন,
  11. কুলদীপ যাদব,
  12. শার্দুল ঠাকুর,
  13. যশপ্রীত বুমরা,
  14. মোহাম্মদ শামি ও
  15. মোহাম্মদ সিরাজ।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড – ভারতের চুড়ান্ত স্কোয়াড – ভারতের দল ক্রিকেট বিশ্বকাপে

 

আরও পড়ুনঃ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top