ঢাকার দর্শনীয় স্থান : বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ১৬১০ খ্রীষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। নদীপথের পাশে অবস্থানের কারণে ঢাকা প্রাক-মোঘল যুগেই স্থানীয় বাণিজ্যের কেন্দ্র ছিল।
ঢাকার দর্শনীয় স্থান
- ঢাকা বিশ্ববিদ্যালয় (কলাভবন)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- লালবাগ কেল্লা ,
- ঢাকেশ্বরী মন্দির,
- আহসান মঞ্জিল,
- হোসেনী দালান,
- ছোট কাটরা,
- বড় কাটরা,
- সাত গম্বুজ মসজিদ,
- তারা মসজিদ,
- ঢাকা গেইট,
- পরীবিবির মাজার পার্ক
- বাহাদুর শাহ পার্ক,
- নর্থব্রুক হল,
- জিনজিরা প্রাসাদ,
- খান মোহাম্মদ মৃধা মসজিদ,
- মুসা খান মসজিদ,
- কোকিলপেয়ারি জমিদার বাড়ি, (একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য)
- কার্জন হল
- বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- রমনা উদ্যান,
- সোহ্রাওয়ার্দী উদ্যান,
- জাতীয় উদ্ভিদ উদ্যান,
- ঢাকা শিশু পার্ক,
- ঢাকা চিড়িয়াখানা,
- বাংলাদেশ জাতীয় যাদুঘর,
- মুক্তিযুদ্ধ যাদুঘর,
- বলধা গার্ডেন,
- রোজ গার্ডেন,
- বঙ্গবন্ধু নভোথিয়েটার,
- হাতিরঝিল।
- স্মৃতিসৌধ ও স্মারকঃ
- জাতীয় শহীদ মিনার,
- জাতীয় স্মৃতিসৌধ,
- শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, (রায়ের বাজার),
- অপরাজেয় বাংলা (ঢাকা বিশ্ববিদ্যালয়),
- আসাদ গেট,
- তিন নেতার মাজার
- আধুনিক স্থাপত্যঃ
- জাতীয় সংসদ ভবন,
- বাংলাদেশ ব্যাংক ভবন,
- ভাসানী নভো থিয়েটার,
- বসুন্ধরা সিটি,
- যমুনা ফিউচার পার্ক,
- হাতিরঝিল
ঢাকার দর্শনীয় স্থান | ঢাকায় ঘুরার জায়গা ।। ঢাকা শহরের দর্শনীয় স্থান ।। ঢাকার মধ্যে ঘুরার জায়গা