মহিলাদের কবর জিয়ারত । মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে?

মহিলাদের কবর জিয়ারত

সাধারণ অবস্থায় মহিলাদের জন্য কবর যিয়ারতে যাওয়া
থেকে বিরত থাকাই উচিত। তবে কিছু শর্তসাপেক্ষে মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয। শর্তগুলো হচ্ছে-
১. কবরস্থানে গিয়ে জোরে জোরে কান্না করা, বিলাপ করা ইত্যাদি সবধরনের শরীয়তবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।
২. যাওয়া-আসা নিরাপদ হতে হবে। পথে কোনো ধরনের ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকতে হবে।
৩. পরিপূর্ণ পর্দাসহ বের হবে।
৪. নিয়মিত বা ঘন ঘন কবর যিয়ারতের জন্য যাবে না।
[আলবাহরুর রায়েক ২/১৯৫, ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৪৩; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃ. ৩৪০; আদ্দুররুল মুখতার ২/২৪]
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top