করোনা হাসপাতাল কিভাবে যাবেন – করোনা হাসপাতাল মহাখালী

করোনা হাসপাতালঃ বাংলাদেশে শুধুমাত্র করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত বৃহত্তম হাসপাতাল । ঢাকার মহাখালীতে অবস্থিত এই হাসপাতালকে বলা হচ্ছে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল বা অনেকের কাছে করোনা হাসপাতাল নামে ও পরিচিত ।’

করোনা হাসপাতাল কিভাবে যাবেন – করোনা হাসপাতাল মহাখালী

ঢাকার যেকোন জায়গা থেকে সিএনজি , বাস বা প্রাইভেট কারে করে এখানে সহজেই যেতে পারবেন , এটি মহাখলি বাস টার্মিনাল এর পাশেই অবস্থিত , এই হাসপাতাল টি মুলত ঢাকা উত্তর সিটি করপোরশেন এর কাচা বাজার মার্কেট এর জন্য নির্ধারিত ছিল পরে করোনার সময় মহামারি থেকে ইমারজেন্সি এটিকে হাসপাতাল এ পরিবর্তন করা হয়

কোভিড হাসপাতাল  যাওয়ার উপায়ঃ

ঢাকার যেকোন জায়গা থেকে মহাখালী রেলগেইট বা কাঁচাবাজার এর লোকাল বাস পাওয়া যায় , লোকাল বাস থেকে নেমে বাস টার্মিনাল এর দিকে ২-৩ মিনিট  হাটলেই পেয়ে যাবেন এই হাসপাতাল , বা কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন ।
তাছাড়া সিএনজি বা বাইকে আসতে চাইলে একদম মহাখালী বাস টার্মিনাল চলে আসলেই পেয়ে যাবেন এই হাসপাতাল

এই রুটে চলাচল করে এমন কয়েকটি বাস হলো
আজমেরী গ্লোরি পরিবহন

মনজিল পরিবহন 
বলাকা পরিবহন

 

 

 

করোনা বা কোভিড হাসপাতাল যাওয়ার উপায় – কোভিড  হাসপাতাল কিভাবে যাবো – মহাখালী কোভিড  হাসপাতাল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top